বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাটে আরো ৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের গোপীনাথপুর আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। আক্রান্তরা কালাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে,আক্রান্তরা কালাই উপজেলার বিভিন্ন গ্রামের। তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের নিজ বাড়ি এসেছেন। গ্রামে তাদের হোম কোয়ারেন্টিনে রাখার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আইইডিসিআর থেকে তাদের রিপোর্ট সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের ৯ বাড়ি লক ডাউন করা হয়েছে।
জেলায় বর্তমানে আইসোলেশনে ৪৪জন এবং হোম কোয়ারেন্টিনে আছেন ৯৩৬জন। যাদের অধিকাংশই ঢাকা,নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আসা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।