Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পুলিশসহ আরো ৩ করোনা আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৯:৩৫ পিএম | আপডেট : ৯:৪০ পিএম, ২৮ এপ্রিল, ২০২০

চট্টগ্রামে এক পুলিশসহ আরও তিন জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে দুই জন নারী এবং একজন পুরুষ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন সিলিভ সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০০টি নমুনা পরীক্ষায় ছয় জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রামে নতুন আক্রান্ত তিনজন।

আগে আক্রান্ত দুই জনের নমুনায়ও পজেটিভ আসে। এছাড়া লক্ষীপুর জেলায় একজনের সংক্রমণ পাওয়া গেছে।
চট্টগ্রামে নতুন করে আক্রান্ত তিনজনই নগরীর বাসিন্দা। তাদের একজন দামপাড়া পুলিশ লাইনের পুলিশ সদস্য। অপর একজন নারী তার বাসা পতেঙ্গা এবং অন্যজনের বাসা বায়েজিদ এলাকায়।
গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শুরু হয়। এ পর্যন্ত দুই হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১০ জনের।
্তাদের মধ্যে চট্টগ্রামে ৬৫ জন। লক্ষ্ীপুরের ৩৪ জন, নোয়াখালীর চার জন, বান্দরবানের তিন জন এবং ফেনীর দু’জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ