Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউরোপীয় ঢংয়ে উদ্বোধন আজ

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রুমু, চট্টগ্রাম ব্যুরো : ফুটবল দর্শকদের মাঠমুখী করতে সাইফ গেøাবাল স্পোর্টসের পৃষ্ঠপোষকতা এবং সিজেকেএসের সহযোগিতায় আজ সন্ধ্যা ৭টায় এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে গ্র্যান্ড ওপেনিং কনসার্ট। সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ কনসার্ট চলবে। এজন্য মাঠকে অক্ষত রেখে মাঠের মধ্যখানে উঁচু করে ৪৮ ফুট বাই ৪৮ ফুট খোলা মঞ্চ তৈরি করা হয়েছে। এতে গ্যালারীর টিকিটের মূল্য রাখা হয়েছে একশ টাকা। মাঠে দর্শকদের জন্য কোন চেয়ার থাকছে না। দর্শকরা গ্যালারীতে বসে কনসার্ট উপভোগ করতে পারবে। বিভিন্ন আয়োজনের মধ্যে এ কনসার্টে ব্রান্ড অ্যাম্বাসেডর মমতাজ ও আইয়ুব বাচ্চুসহ একাধিক শিল্পী সঙ্গীত পরিবেশ করবেন। মঞ্চের চারদিকে ১২টি ছোট মঞ্চ তৈরি করা হয়েছে। এতে অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের অধিনায়ক ইউরোপিয়ান স্টাইলে মঞ্চে থাকবে। এ কনসার্ট দেখার জন্য টিকিট ছাড়া হবে ১৫ হাজার। বিকেল ৫টায় দর্শকদের প্রবেশের জন্য গেইট খুলে দেয়া হবে। ৬ লাখ টাকার বিনিময়ে আজকের অনুষ্ঠানে গেইটগুলো নিলাম নিয়েছে একটি প্রতিষ্ঠান। এ অনুষ্ঠানকে সামনে রেখে ছোট একটি উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে। এখানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আবদুল সালাম মোর্শেদী, সাইফ গেøাবাল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমীন বক্তব্য রাখবেন। এছাড়া দেশের ফুটবলের সবচাইতে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ মাঠে গড়াচ্ছে আগামী ২৪ জুলাই এম এ আজিজ স্টেডিয়ামে। এবারের বিপিএলের প্রথম রাউন্ডের ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ১২টি দল এতে অংশ নেবে। ৩ আগস্ট পর্যন্ত টানা ১৮টি ম্যাচে ২৭ ও ৩১ জুলাই কোন খেলা থাকছে না। দর্শকদের কথা বিবেচনা করে বন্দরনগরী চট্টগ্রামকে দিয়ে শুরুটা ফুটবল প্রেমিকরা ইতিবাচক দেখছেন। দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে এবারে সবচাইতে বেশি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। বিপিএলে অংশ নেয়া বিভিন্ন দলে খেলবেন বিদেশী ফুটবলার। সেইসাথে রয়েছেন বিদেশী কোচও। তাই নিরাপত্তা নিয়ে একটু বেশি ভাবতে হচ্ছে আয়োজকদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপীয় ঢংয়ে উদ্বোধন আজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ