নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বেলজিয়ান কোচ টম সেইন্টফিটকে দীর্ঘমেয়াদে রাখার ইচ্ছা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। সপ্তাহ খানেক আগে সেইন্টফিট মামুনুলদের দায়িত্ব নিলেও এখনো বাফুফের সঙ্গে চুুক্তি হয়নি তার। বাফুফে ও সেইন্টফিট নীতিগতভাবে চুক্তি স্বাক্ষর করতে রাজী হলেও বিশেষ ক’টি ধারা নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। যে কারণে চুক্তি স্বাক্ষর হতে দেরী হচ্ছে। তবে সব কিছু ঠিক থাকলে আগামী ২৭ জুলাই বেলজিয়ামের এই কোচের সঙ্গে হতে পারে বাফুফের চুক্তি।
এর আগে গতকাল ফুটবল ভবনে সেইন্টফিটের সঙ্গে আলেচনা করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি। আলোচনা শেষে কাজী নাবিল সংবাদ মাধ্যমকে বলেন, ‘সেইন্টফিট তার আইনজীবীর কাছ থেকে পাওয়া বার্তাগুলো আমাদের আজ (গতকাল) জানিয়েছেন। চুক্তির আগে তার যেমন আরও কিছু জানার আছে ঠিক তেমনি আমাদেরও রয়েছে তাকে দীর্ঘ মেয়াদে রাখার চিন্তা-ভাবনা। আপাতত তার সঙ্গে তিন মাসের চুক্তি হচ্ছে আমাদের। যা স্বাক্ষরিত হবে ২৭ জুলাই। ভুটানের বিপক্ষে ম্যচের পর আমরা তাকে নিয়ে পরবর্তী চিন্তা করবো। এছাড়া আলোচনায় তার নিরাপত্তার ব্যাপারেও কথা হয়েছে। আমরা বাংলাদেশ তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছি। তবে ব্যক্তিগত গানম্যান আপাতত নয়।’ বাফুফে সহ-সভাপতি আরো বলেন, ‘ভুটান ম্যাচের আগে আগামী ১ সেপ্টেম্বর মালদ্বীপে গিয়ে ওই দেশের জাতীয় দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। সেখান থেকে ফিরেই ঢাকায় মামুনুলরা খেলবে ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফের হোম ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে ২১ আগস্ট শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এ সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা বন্ধ থাকবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।