Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

তাহলে কি আসছেন না ফিল্ডিং কোচ?

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গুলশানের রেস্টুরেন্ট হলি আর্টিজানে সশস্ত্র জঙ্গি হামলায় ২০ বিদেশীর নিহত হওয়ার ঘটনা যে বাংলাদেশের ক্রিকেটে দিয়েছে বড় ধরনের ধাক্কা, গত ১৬ জুলাই হাই পারফরমেন্স রিহ্যাবিলিটেশন ম্যানেজার অস্ট্রেলিয়ান ব্রিট হ্যারপ বিসিবি’র চাকরি ছেড়ে দিয়ে প্রকারান্তরে সেটাই জানিয়ে দিয়েছেন। গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া হাই পারফরমেন্স স্কোয়াডের ক্যাম্পে অনুপস্থিত প্রধান কোচ সায়মন হেলমট। আজ থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প, এই ক্যাম্পেও বিদেশী কোচিং স্টাফদের পাচ্ছে না বিসিবি। পারিবারিক কারনে শ্রীলংকান স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ান অনুশীলনের শুরুতে থাকতে পারছেন না বলে জানিয়েছেন। তবে ইংলিশ ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল টি-২০ বিশ্বকাপের পর দীর্ঘদিন অনুপস্থিত, এটাই ভাবাচ্ছে। গত মাসে মেয়াদ শেষ হওয়ায় হেড কোচ হাতুরুসিংহে, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ান এবং স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগের সঙ্গে নুতন মেয়াদে ২০১৯ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হওয়ায় তাদের ফিরে আসার ব্যাপারে মোটামুটি নিশ্চিত বিসিবি। তবে আগামী অক্টোবর পর্যন্ত মেয়াদ থাকার পরও কেন এই লম্বা অনুপস্থিতি, ঢাকার বাইরে ৩ মাস হ্যালসল? এটাই যে বোধগম্য নয় কারো। ঢাকায় আদৌ ফিরবেন, না চাকরি ছেড়ে দিবেন বলে মনস্থির করেছেন এই ফিল্ডিং কোচ। না, যুক্তরাজ্যের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে যে সতর্কবার্তা দিয়েছে তাদের সরকার, সেই সতর্কবার্তায় ঢাকায় ফিরতে বিলম্ব করছেন হ্যালসল? তার সঠিক উত্তর জানা নেই বিসিবিরও। বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও আছেন ধোঁয়াশায়Ñ ‘হ্যালসল কবে আসবে এটা বলতে পারছি না। যাদের দরকার তারা চলে আসবে।’
এদিকে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে দ্রæত বোলিং কোচের আসার খবর দেয়া হলেও পরিস্থিতির মুখে বিদেশী বোলিং কোচের ঢাকায় আগমন যে বিলম্ব হচ্ছে তা জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস-‘বোলিং কোচ যখন রেডি হবে, আপনাদের জানানো হবে। ইতিমধ্যে দুইজন বোলিং কোচের সঙ্গে আমরা কথা হয়েছে। একজন ৯৫ ভাগ নিশ্চিত ছিলো। তাকেই নিয়ে আসার কথা ছিলো। যেহেতু এখনই প্রয়োজন নেই, এজন্য আমরা শ্লো যাচ্ছি। আশা করি সামনে খেলা ঠিকঠাক থাকলে আমরা নিয়ে আসবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাহলে কি আসছেন না ফিল্ডিং কোচ?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ