Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮০০ পাইলট ছাটাই করবে ব্রিটিশ এয়ারওয়েজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৪:৫৭ পিএম

যুক্তরাজ্যের বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ ৮০০ পাইলটকে ছাটাই করার পরিকল্পনা করেছে। এজন্য তারা আইনি পরামর্শ শুরু করছে। সোমবার সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ এয়ারওয়েজের কর্মরত মোট পাইলটের সংখ্যা ৪ হাজার ৫০০ জন। করোনাভাইরাসের কারণে সঙ্কটের মুখে পড়ে লোকসান দেয়ায় তারা পাইলট সংখ্যা কমাতে চাইছে। কয়েক সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা করে চলতি মাসের শুরুতে সংস্থাটি তাদের ৩৬ হাজার কর্মীকে আংশিক বেতনে ছুটিতে পাঠায়। কর্মী সংগঠন, সরকারের সঙ্গে আলোচনা করেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল বলে ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছিল।

করোনাভাইরাসের কারণে ব্রিটিশ এয়ারওয়েজের বেশিরভাগ বিমান এখন বন্ধ। এই অবস্থায় ক্রমশ বাড়ছে লোকসানের বোঝা। ইতিমধ্যে এয়ারওয়েজে তাদের কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, ইঞ্জিনিয়ার এবং সদর দফতরে কাজ করা কর্মীদের ৮০ শতাংশকে আপাতত ছুটিতে যেতে বলা হয়েছে।

কর্মীদের আগে ব্রিটিশ এয়ারওয়েজ পাইলটদের সঙ্গেও একটি চুক্তি করেছে। তাতে দুই মাস পাইলটদের অর্ধেক বেতন কেটে নেওয়ার ঘোষণা করেছে তারা। তবে ৮০০ পাইলট ছাটাইয়ের ব্যপারে বিমান সংস্থাটি কোন মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র: রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ