Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনপুরায় ১১ মাদক সেবীকে প্রধানমন্ত্রীর উপহার দিলেন ওসি সাখাওয়াত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৪:৪৭ পিএম

ভোলার মনপুরায় সদ্য মাদক ছেড়ে দেওয়া ১১ মাদকসেবীদের প্রধানমন্ত্রীর উপহার ও খাদ্যসামগ্রী তুলে দিলেন ওসি সাখাওয়াত হোসেন। মাদক ছেড়ে দিয়ে সুস্থ্য জীবনে ফিরে আসতে উৎসাহ জোগাতে প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার তুলে দেওয়া হয় বলে জানান ওসি।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাঠে এই উপহার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উপহার ও খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ২০ কেজি চাউল, ১ লিটার তেল, ৩ কেজি আলু ও ১ কেজি মশারীর ডাল।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, আ’লীগ সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, সিপিপি উপজেলা টিম লিডার এরফান উল্লা চৌধুরী অনি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়াসহ গণমাধ্যম কর্মী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ