Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া দৌলতপুরে করোনা আক্রান্ত ৩ বাড়ি লকডাউন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৩:৩৭ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে করোনা আক্রান্ত ৩ বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদেরকে সার্বক্ষনিক তদারকির বা পাহারা দেয়ার জন্য বসানো হয়েছে গ্রাম পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ও দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান উপস্থিত থেকে করোনা পজিটিভ ৩ বাড়ি লকডাউন করেন। এদের মধ্যে একজন পুলিশ রয়েছেন। তিনি শ^শুর বাড়িতে বেড়াতে এসে আটকা পড়েন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুল আরেফিন জানান, দৌলতপুরের বিভিন্ন এলাকার করোনা নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে ৩ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এরা হলেন, দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামের আসাদুল ইসলাম (২৮)। সে নারায়নগঞ্জে গামেন্ট্স কারখানায় কর্মরত ছিল। সেখান থেকে বাড়ি ফিরে এসেছেন। অপরজন দু’জনের মধ্যে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামের জামাই পুলিশ সদস্য নাইম (২৫) এবং ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের আতিকুর রহমান (২৭)।নাইম ঢাকা থেকে শ^শুর বাড়িতে এসেছিল এবং আতিকুর রহমান বাড়িতেই ছিলেন। আতিকুরের বোন ভেড়ামারা ষোলদাগ স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক। ওই স্বাস্থ্যকমপ্লেক্সের একজন চিকিৎসক কয়েকদিন আগে করোনা পজিটিভ ধরা পড়ে। তার মাধ্যমে আতিকুরের শরীরে ছড়াতে পারে বলে সংশ্লিষ্টদের ধারনা।

তবে আক্রান্তদের শরীরে করোনার কোন লক্ষন নেই বলে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুল আরেফিন জানিয়েছেন।এ বিষয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী জানান, করোনা আক্রান্ত ৩ জনের বাড়ি লকডাউন করা হয়েছে। ৩ বাড়িতেই সার্বক্ষনিক গ্রাম পুলিশ পাহারায় রাখা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজনের আর্থিক অবস্থা স্বচ্ছল না হওয়ায় তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদেরকে সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে। এনিয়ে দৌলতপুরে মোট ৫জন করোনা পজেটিভ ধরা পড়লো। এদের মধ্যে ফিলিপনগর গ্রামেরই ৩ জন।

ড্রাইভার তছিকুল ইসলাম ও তার স্ত্রী ঢাকাতে করোনা আক্রান্ত হয়ে গোপনে বাড়িতে আসার পথে শনিবার তারা প্রশাসনের হাতে ধরা পড়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। করোনা আক্রান্ত স্বামী-স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড়ও হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ