বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জন সাধারণের মুক্ত থাকার জন্য দেশব্যাপী লকডাউন চলছে। ফলে অসহায়-দরিদ্র-মেহনতি খেটে খাওয়া মানুষ গৃহবন্ধী হয়ে পড়েছে, অনেকের দৈনন্দিন খাবার যোগাড় করাটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এমন দুর্যোগপূর্ণ সময়ে জনপ্রতিনিধি সহ সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কামরুল ইসলাম আজ ২৮ এপ্রিল (মঙ্গলবার) ঢাকা-২ আসনের অর্ন্তগত কামরাঙ্গীরচর থানার ৫৫ নং ওয়ার্ডে ২০০০টি ও ৫৬নং ওয়ার্ডে ২৫০০ এবং ৫৭নং ওয়ার্ডে ২০০০টি মোট ৬৫০০টি দুঃস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এই ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নূরে আলম, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন ও ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সাইদুল ইসলাম এবং ঢাকা-০২ আসন এমপি’র ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেন ও থানা এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।