Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনায় দেশে নতুন শনাক্তের রেকর্ড ৫৪৯ জন, মৃত্যু আরো ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ২:৪২ পিএম

করোনাভাইরাসে দেশে রেকর্ড পরিমাণ আক্রান্ত শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৪৯ জনকে শনাক্ত করা হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪৬২  জনে দাঁড়িয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে  আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫৫।  এ পর্যন্ত সুস্থ হয়েছেন নতুন ৮ জনসহ ১৩৯ জন। একই সঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩৩২ জনের।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা। 

তিনি জানান, গত ২৪ ঘন্টায মৃত্যুবরণ করা ৩ জনের মধ্যে সবার বয়স ৬০ এর উর্ধ্বে।  একই সঙ্গে সবাই ঢাকার বাসিন্দা।

গতকাল সোমবার দেশে করোনা আক্রান্ত শনাক্ত হয় ৪৯৭ জন। মৃত্যুবরণ করেন ৭ জন।



 

Show all comments
  • শওকত আকবর ২৮ এপ্রিল, ২০২০, ২:৫৯ পিএম says : 0
    করোনাক্রান্তে ও মূর্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।আরও টেষ্ট বেশী হলে রোগির সংখ্যা আরো বাড়বে।আল্লাহ তুমি আমাদের হেফাজত কর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ