Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার চাটমোহরে স্বাস্থ্যকর্মী করোনা রোগী শনাক্ত

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ২:০০ পিএম

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী করোনা রোগী শনাক্ত করণ করা হয়েছে। এই নিয়ে চাটমোহরে ৩জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মরত ডাক্তার শুয়াইবুর রহমান জানান, হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী (এমটিইপিআই) করোনা আক্রান্ত হয়েছেন। তার বয়স ৫৩ বছর। তিনি করোনা নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালের কোর্য়াটারের মধ্যে বসবাস করতেন। যেহেতু করোনা নমুনা সংগ্রহ করতেন সেকারণে সতর্কতা হিসেবে ২৩ এপ্রিলে তার নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল। তিনি আরো জানান, করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মীর মধ্যে করোনার কনো লক্ষণ নেই। তারপরও যেহেতু পজিটিভ এসেছে সেকারণে তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এ’ছাড়া পাশ^বর্তী ভাঙ্গুড়া উপজেলায় মুন্ডুতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের স্বামী-স্ত্রী ২জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরা গাজীপুর ফেরৎ স্বামী স্ত্রী একটি পোষাক কারখানায় কাজ করত। তারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন এবং তাদের বাড়ি প্রশাসন কর্তৃক লকডাউন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ