বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরে সংগৃহীত আরো ১০জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। মঙ্গলবার সকালে চাঁদপুর সিভিল সার্জন অফিসে তাদের রিপোর্ট আসে।
এ নিয়ে চাঁদপুর জেলার মোট ২৫৩জনের রিপোর্ট পাওয়া গেছে। নুমনা সংগ্রহ করা হয়েছে ৩০৬জনের। এখনো অপেক্ষমান ৫৩জনের রিপোর্ট।
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ১৪জন করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন। এর মধ্যে ২জন করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর নমুনা পরীক্ষা করে জানা যায় তারা করোনায় আক্রান্ত ছিলেন।
আক্রান্ত অন্য ১২জনের মধ্যে ২জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি/বাসায় ফিরেছেন। এর মধ্যে একজন মতলব উত্তরে জেলার প্রথম সনাক্তকৃত করোনা রোগী ও অন্যজন ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার।
আক্রান্ত অন্য ১০জনের মধ্যে ৪জনের পরবর্তী রিপোর্ট নেগেটিভ এসেছে। আরেক দফা তাদের রিপোর্ট নেগেটিভ হলে তারা করোনামুক্ত হিসেবে গণ্য হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।