Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে আরো ১০জন শনাক্ত, ডাক্তার ৩ ও স্বাস্থ্যকর্মী ১৫সহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১:১১ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে (যবিপ্রবি) মঙ্গলবার করোনা ভাইরাস পরীক্ষায় আরো ১০জন শনাক্ত হয়েছে যশোরে। এই নিয়ে ৩জন ডাক্তার ও ১৫ জন স্বাস্থ্যকর্মীসহ যশোর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪জন।

যশোর সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করে বলেছেন, যারা আক্রান্ত হচ্ছেন তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে যশোর টিবি ক্লিনিক করোনা ওয়ার্ডে ৩জন, কেশবপুরে ৩জন মণিরামপুরে ১জন ও বাকিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি জানান, এই পর্যন্ত ৬১৪জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ৪২৭। এর মধ্যে ৪৪জনের করোনাভাইরাস ধরা পড়লো।

এদিকে. সোমবার সকাল ৬টা থেকে যশোর জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন চলছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে বলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ