Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল মহানগরীতে করোনা আক্রান্ত চিকিৎসকের গৃহকর্মী

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:২৭ পিএম | আপডেট : ১:২৯ পিএম, ২৮ এপ্রিল, ২০২০

বরিশাল মহানগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেন-এর একটি এপার্টমেন্ট’এ এক মহিলা চিকিৎসকের গৃহকর্মী কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জেলার একটি স্বাস্থ্য কমপ্লেক্সে-এর ঐ মহিলা চিকিৎসকের গৃহকর্মী কিভাবে ও কার সংস্পর্ষে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে তা জানা যায়নি। পুরো এপার্টমেন্ট লকডাউন করা হয়েছে।
এনিয়ে বরিশালে জেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৭-এ উন্নীত হল। তবে এ ঘটনাটি ছাড়া গত দুদিন এ জেলায় এবং সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় পুরো বরিশাল বিভাগে কোন কেভিড-১৯ রোগী সনাক্ত না হলেও বিগত ২৪ ঘন্টায় বিভাগে আরো ৭জন কেভিড-১৯’এ আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে বরিশালে ১ জন ছাড়াও পটুযাখালীতে ৩, পিরোজপরে ২ ও ঝালকাঠীতে এক জন রয়েছে। এনিয়ে বিভাগে করোনাÑ১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ১০৯ জনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ