Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত

জেলায় মোট আক্রান্ত ২২জন হোম কোয়ারেন্টিনে রয়েছে ১২৪০জন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১১:২২ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুইজনের মধ্যে একজন নারী ও পুরুষ রয়েছেন। তারা দুজনই সম্প্রতি ঢাকা থেকে মির্জাপুরে এসেছিলেন। মঙ্গলবার ভোরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২জন।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে হোম কোয়ারেন্টিনের আওতায় এসেছে ২২৮জনসহ ১২৪০জন। এদের মধ্যে মেয়াদ উত্তির্ণ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ৩৪৪জনকে।
জেলায় মোট হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয় ৫ হাজার ৪জন। এদের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ৩ হাজার ৭৬৪ জনকে।
আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ৪জন।
সিভিল সার্জন ডা. ওয়াহেদুজ্জামান জানান, জেলা থেকে পরীক্ষার জন্য মোট নমুনা প্রেরণ করা হয় ১২৯০ জনের। এদের মধ্যে ১২৬৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।

উল্লেখ্য, সখীপুর ০৬জন, ভূঞাপুর ০৫ জন, নাগরপুর ০৪ জন, মির্জাপুর- ০৩ জন, ঘাটাইল- ০১ জন, মধুপুর- ০১ জন, গোপালপুর- ০১ জন ও দেলদুয়ার- ০১ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে মির্জাপুর ও ভূঞাপুর থেকে দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। ঘাটাইলে এক যুবক ঢাকা কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ