বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহামারি করোনা ভাইরাসের কারনে ২৬মার্চ হতে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় সরকারি নির্দেশনা মোতাবেক জরুরী সেবা খাত ছাড়া সব কিছু বন্ধ হয়ে গেছে। ফলে খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় সরকারের ত্রাণ মন্ত্রনালয়ের হতে প্রধানমস্ত্রীর বিশেষ উপহার স্বরুপ দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচেছ। কাপ্তাই উপজেলা প্রশাসন এবং রাঙ্গামাটি জেলা পরিষদ হতে এ পর্যন্ত প্রায় ১০ হাজার হতদরিদ্র পরিবারকে চাল,ডাল,তৈল,লবন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান,৬ষ্ঠ ধাপ পর্যন্ত কাপ্তাইয়ের ৭হাজার ৭শ’৫০টি পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে,ঘরে ত্রাণ পৌছে দেওয়া হয়েছে। এছাড়া আরো বিতরণের অপেক্ষায় আছে ১৫শ’ত পরিবার।প্রধানমন্ত্রীর দেয়া কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮০টি পরিবারকে শিশু খাদ্য প্রদান করা হয়েছে।আরো ৭০টি পরিবারকে বিতরণ করা হবে। নির্বাহী অফিসার আরো বলেন,সরকার হতে প্রাপ্ত ৫লাখ টাকা নগদ অর্থ দিয়ে প্রত্যেকটি ইউনিয়নে চাল,ডাল,আলু, এবং লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে স্ব-স্ব ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে হতদরিদ্রের ঘরে পৌঁছানো হয়েছে। এছাড়া রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ হতে ১হাজার ৮৫০পরিবারকে ত্রাণ সহায়তাসহ সেনাবাহিনী ,নৌবাহিনী ও পুলিশবাহিনী নিজ্য উদ্যোগে ইতিমধ্যে ত্রাণ প্রদান করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।