Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ডাক্তার র‌্যাব-পুলিশসহ আরো ৯ জন আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৯:৩০ এএম

একজন চিকিৎসক, পুলিশ কনস্টেবল এবং এক র‌্যাব সদস্যসহ চট্টগ্রামে আরও নয় জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে।
এছাড়া লক্ষীপুর জেলার আরও একজনের নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে।
নমুনা পরীক্ষায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরনো দুই রোগীর শরীরেও করোনা পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৬২।

সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি বলেন, গেল ২৪ ঘল্টায় ১০০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় পুরনো দু’জনসহ ১১ জন এবং লক্ষ্ীপুরের একজনের করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে মহানগরীর ৭ জন। এদের মধ্যে পতেঙ্গার এক র‌্যাব সদস্য, আগ্রাবাদের একজন, হালিশহরের একজন, দামপাড়ার একজন পুলিশ সদস্য, পাহাড়তলীর একজন, ভাটিয়ারি বিএমএ লিংক রোড এলাকার একজন এবং পাঁচলাইশের একজন বাসিন্দা আছেন। বাকি দু’জনের একজন মীরসরাই ও একজন বোয়ালখালীর বাসিন্দা।

নগর পুলিশের উপ কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান জানান, দামপাড়ায় শনাক্ত ব্যক্তি পুলিশ কনস্টেবল। তিনি সিএমপির ট্রাফিক বিভাগের বন্দর জোনে কর্মরত। দামপাড়া পুলিশ লাইনের ট্রাফিক ব্যারাকে থাকেন তিনি।

ওই ব্যারাকের থাকা এ পর্যন্ত সাতজন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে নগরীর লালখানবাজার এলাকার বাসিন্দা সিএমপির এক নায়েকও করোনায় আক্রান্ত হয়েছেন। এ হিসেবে সিএমপিতে মোট আট পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

করোনার সংক্রমণ ঠেকাতে ট্রাফিক ব্যারাকে থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নিচ্ছে সিএমপি। সোমবার ৩৩ জন ট্রাফিক সদস্যকে ব্যারাক থেকে চকবাজারে একটি আবাসিক হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ৩২ জনকে জিইসি মোড়ে একটি কমিউনিটি সেন্টারে রাখা হয়।


র‌্যাব-৭-এর সহকারী পরিচালক মুশফিক হোসেন জানান, নগরীর পতেঙ্গায় শনাক্ত ব্যক্তি তাদের ব্যাটেলিয়নের সদস্য। তিনি পুলিশের সহকারী উপ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা। পতেঙ্গায় র‌্যাব-৭-এর দফতরের ব্যারাকে তিনি থাকেন। কাশি ও শ্বাসকষ্ট থাকায় একসপ্তাহ আগে তাকে কোয়ারেনটাইনে রাখা হয়।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, নগরীতে আক্রান্ত আরেক জন চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক। তার বাসা নগরীর পাঁচলাইশ এলাকায়।

গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শুরু হয়। এ পর্যন্ত দুই হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০৪ জনের।
্তাদের মধ্যে চট্টগ্রামে ৬২ জন। লক্ষ্ীপুরের ৩৩ জন, নোয়াখালীর চার জন, বান্দরবানের তিন জন এবং ফেনীর দু’জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ