Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা থেকে মুক্তি পেতে যাচ্ছেন সিলেটে এক নারী!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৯:২৭ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে । এর মধ্যে ১০ জন পুরুষ ও ১ জন নারী। তবে করোনা আক্রান্ত এ নারী এখন সুস্থতার পথে। ইতিমধ্যে আক্রান্ত এ নারীর করোনার ফলাফল নেগেটিভ এসেছে পরীক্ষায়।
দ্বিতীয়বার ফলাফল নেগেটিভ আসলে হাসপাতাল ছেড়ে দেয়া হবে তাকে । এতে তিনিই হতে পারেন সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ প্রথম কোন রোগী ।
জানা গেছে, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ১১ জন রোগীর চিকিৎসা চলছে। এদের মধ্যে আশঙ্ক্যাজনক অবস্তায় রয়েছেন একজন রোগী। আর করোনায় আক্রান্ত হলেও ৩/৪ জনের শারীরিক অবস্থা রয়েছে অনেকটা ভালো। অন্যান্যদের অবস্থাও আশানুরূপ। তবে ধীরে ধীরে একজন নারী সুস্থ হয়ে উঠছেন। গত শনিবার এই নারীর নমুনা পুণরায় পরীক্ষা করা হয়। এতে তার ফলাফল নেগেটিভ আসে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, আক্রান্তের পর কাউকে তখনই সুস্থ বলা যায় যখন পরপর দুই বার পরীক্ষার করলে ফলাফল নেগেটিভ আসে ওই রোগীর।
তিনি জানান, শামসুদ্দিন হাসপাতালে করোনায় আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের একজন নারী সুস্থ হওয়ার পথে। গত শনিবার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে ওই নারীর । রবিবার পুণরায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল আবার যদি নেগেটিভ আসে তাহলে ওই নারীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। ঘোষণা করা হবে করোনা মুক্ত হিসেবে। এটি সিলেটের মানুষের জন্য বড় এক সু-সংবাদ বলে মনে করেন ডা: সুশান্ত। সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে ফলাফল আসতে সময় লাগে ৩ থেকে ৪ দিন। সুতরাং এই রোগী করোনা মুক্ত কি-না ফলাফল পেতে অপেক্ষা করতে হবে এই সময় পর্যন্ত। উল্লেখ্য, সুনামগঞ্জের এই নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় গত ১৩ এপ্রিল। প্রসূতি ওই নারী সুনামগঞ্জ থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সন্তান প্রসবের পর করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই দিনই আক্রান্ত নারীকে ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ