Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোকে বলে আমি নাকি কঠোর পরিশ্রমী : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম


ইনকিলাব ডেস্ক : সংবাদ মাধ্যমের ওপর আবারো ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমে সমালোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের পক্ষে সাফাই গাইলেন। রোববার টুইটারে দাবি করেছেন, দেশের ইতিহাসে প্রথম মেয়াদে যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি কাজ করেছেন তিনি। দেশবাসীর কাছে ‘কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট’ হিসেবে সুপরিচিত বললেন ট্রাম্প। টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘যারা আমাকে চেনে এবং আমাদের ইতিহাস সম্পর্কে জানে তারা বলে দেশের ইতিহাসে আমি কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট। আমি তা জানি না। কিন্তু আমি একজন কর্মঠ এবং সম্ভবত প্রথম সাড়ে তিন বছরে দেশের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে আমি অনেক বেশি কিছু করেছি। ভুয়া সংবাদ ঘৃণা করি।’ আরেকটি টুইটে ট্রাম্প কাজের বিবরণ দিয়েছেন, ‘খুব সকালে উঠে অনেক রাত পর্যন্ত আমি কাজ করি। অনেক মাস হলো হোয়াইট হাউজ ছেড়ে অন্য কোথাও যাইনি। টুইটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ