Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে অ্যাম্বুলেন্স চালকের পর স্ত্রী ও ছেলের করোনা শনাক্ত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ৭:১৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালকের পর তার স্ত্রী ও ছেলে করোনায় শনাক্ত হয়েছে। সোমবার সকালে ওই অ্যাম্বুলেন্স চালকের ৪০ বছর বয়সী স্ত্রী ও ২৩ বছর বয়সী ছেলের করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকা অবস্থায় গেল ২১ এপ্রিল সিরজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত হয়। ওই দিনই ৪৫ বছর বয়সী ওই অ্যাম্বুলেন্স চালকের ছেলে ও স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ২৭ এপ্রিল সোমবার সকালে ঢাকার আইইডিসিআর থেকে জানানো হয় ছেলে ও স্ত্রীর করোনা প্রজিটিব। করোনা আক্রান্ত অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে নতুন করে আক্রান্ত স্ত্রী ও ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ