বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে প্রাইভেট এ্যাম্বুলেন্স চালক সোনা মিয়া নামে একজন নতুন করোনা পজিটিভ। সে পৌরসভার ৬নং ওয়ার্ডে বসবাস করে,তার পিতার নাম মজিবর রহমান। রবিবার রাতে টাঙ্গাইল সিভিল সার্জন ডা.ওয়াহিদুজ্জামান সখিপুরে একজন করোনা পজিটিভ নিশ্চিত করেছেন। সখিপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সোবহান বলেন, কোন প্রকার উপসর্গ ছাড়াই প্রাইভেট এ্যাম্বুলেন্স চালক সোনা মিয়ার করোনা পজিটিভ। সে নিয়মিত রোগী নিয়ে ঢাকা আসা-যাওয়া করেছে। তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়েছে। সোনা মিয়াকে তার বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আরো জানান, সোমবার দুপুরে ১০৭জনের রিপোর্টে একজন করোনা পজিটিভ,বাকী নেগেটিভ। ফলে সখিপুরে একই পরিবারের ৫জনসহ করোনা পজিটিভ ৬জন। সখিপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, করোনা পজিটিভ এ্যাম্বুলেন্স চালক সোনা মিয়ার আশে পাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে এবং তার পরিবার ও সংস্পর্শে আসা লোকদেও তালিকা তৈরী করা হচ্ছে,পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা আইইসিডিআর এ পাঠানো হবে। ঢাকা থেকে সখিপুর দাড়িয়াপুর গ্রামে আগত একজন স্বাস্থ্যকর্মী,লাঙ্গুলিয়া গ্রামে কাঁচামাল ব্যবসায়ীসহ ওই পরিবারের ৫জন করোনা পজিটিভ এবং রবিবার নতুন একজনসহ সখিপুরে মোট সাতজন করোনা পজিটিভ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।