মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার বিস্তার রোধে শ্রীলঙ্কায় লকডাউনের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। গত ২০ মার্চ থেকে শ্রীলঙ্কায় জারিকৃত লকডাউনের মেয়াদ আজ সোমবার শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ৪ মে পর্যন্ত বাড়ানো হলো। -এএফপি, আলজাজিরা, গালফ নিউজ
জানা গেছে, দেশটিতে করোনায় সংক্রামিত শনাক্ত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই মেয়াদ বাড়ানো হয়েছে। রাজধানী কলম্বোর একটি ঘণবসতিপূর্ণ এলাকায় নতুন করে ৮১ জন সংক্রামিত হওয়ার পর রোববার লকডাউনের মেয়াদ এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।
শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সংক্রমণ দ্রুত বাড়ছে। কলম্বো ছাড়াও ওয়েলিসারা নৌ ঘাঁটিতে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে ৬৫ হয়েছে। গত সপ্তাহে এখানে ৩০ জন নৌসেনা করোনায় শনাক্ত হন। ঘাঁটিতে থাকা ৪ হাজার নৌসেনা ও তাদের পরিবারকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এখন পর্যন্ত শ্রীলঙ্কায় করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫২৩ এবং মারা গেছেন ৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।