মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত সপ্তাহে বাজার, দোকানপাট ও পার্ক খুলে দেওয়ার পর এবার মসজিদ খুলে দেওয়ার পরিকল্পনা করছে ইরান। রোববার (২৬ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এ কথা বলেছেন।
প্রেসিডেন্ট রুহানি বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচেনা করে অঞ্চলগুলোকে সাদা, হলুদ ও লাল হিসেবে চিহ্নিত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রত্যেকটি অঞ্চল অবস্থা অনুযায়ী নিয়ন্ত্রিত থাকবে। সেই হিসেবে যে এলাকাটি ধারাবাহিকভাবে সংক্রমণমুক্ত ও মৃতের সংখ্যা নেই সেটি সাদা হিসেবে চিহ্নিত করা হবে। এসব এলাকায় শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদ খুলে দেওয়া হতে পারে।
ওই বিবৃতি অনুযায়ী, খুলে দেওয়া মসজিদগুলোতে পুণরায় জুমার নামাজ শুরু হবে। অর্থাৎ মুসল্লিরা আবারও মসজিদগুলোতে নামাজ আদায় করতে পারবেন।
তিনি জানান, দেশের অঞ্চলগুলোর আরোপিত রঙ কোড যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। তবে এই কোড ব্যবস্থা কবে থেকে চালু হবে জানাননি ইরানি ।
মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশ করোনায় আক্রান্তের দেশ ইরান। করোনায় দৈনন্দিন মৃতের সংখ্যা ১০০ এর নিচে নামার পর গত সপ্তাহে বাজার, দোকানপাট ও পার্ক খুলে দিয়েছে ইরান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৭১০ এ দাঁড়িয়েছে।
শুধু ইরান নয়, করোনার কারণে বিশ্বের প্রায় সব স্থানেই মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সম্প্রতি সৌদির প্রধান দুই মসজিদে তারাবিহ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।