Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘ-বাদলের ছায়া

করোনাকালেও আবহাওয়া-প্রকৃতির সহনীয় আচরণ : রোজাদারদের দিনমান অন্যরকম প্রশান্তি

শফিউল আলম | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে...’। না। কৃষক-কিষানিদের খালি কলসি জগ হাতে নিয়ে রাস্তায় নেমে মেঘ-বাদলের জন্য প্রার্থনার গান গাইতে হয়নি। না চাইতেই মেঘ। শীতল বৃষ্টির ধারা। সিক্ত বাংলাদেশের জমিন। বৈশাখের খরার দহন উধাও। বরং মাটির তলায় পানির যে রিজার্ভ দরকার তা রিচার্জ বা পুনর্ভরণ হচ্ছে।
আল্লাহর অপারদান-মহিমায় প্রকৃতির আপন নিয়মেই তা হচ্ছে। বৈশাখে ফল-ফসল, শাক-সবজি থেকে শুরু করে বাংলাদেশের ৬৪ জেলায় বৃক্ষরাজি এমনকি ক্ষুদ্র লতা-পাতা, ঘাষ-গুল্ম সবকিছুই এখন সবুজ সতেজ। পিঁপড়া কীটপতঙ্গ থেকে শুরু করে বৃহাদাকার প্রাণি হাতি জলহস্তি সিংহ সব প্রাণিকুল বৃষ্টির শীতল পরশে চাঙ্গা এবং জীবনীশক্তিতে উজ্জীবিত।
পঞ্জিকার পাতায় বৈশাখ মানেই গ্রীস্ম ঋতু। খরতাপ আর লু-হাওয়ার দাপটে ফল-ফসল, গাছপালা এমনকি মানুষের শরীরে জ্বালা ধরিয়ে তামাটে বর্ণ করিয়ে দেয়া রুদ্র-রুক্ষ-বৈরী বৈশাখ।
এবার অন্যরকম। ব্যতিক্রম। আবহাওয়া বিভাগের সর্বশেষ পূর্বাভাসে জানা গেছে, আরও কয়েকদিন চলবে এ ধরনের মেঘ, বৃষ্টি-বজ্রবৃষ্টি, হিমেল দমকা হাওয়া।
তাছাড়া সর্বশেষ পূর্বাভাসে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ কিংবা সতর্ক সঙ্কেত নেই। দেশের অভ্যন্তরে কালবৈশাখী ঝড়ের সতর্কতাও নেই আপাতত।
আজ রোববার ১৩ বৈশাখও পার হলো খরতাপ-বিহীন। মেঘের ছায়ায় স্বস্তির বৃষ্টি-বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। করোনা সঙ্কটকালেও ঘরবন্দি মানুষ। কারও মনে নেই শান্তি। শুধুই আতঙ্ক-শঙ্কা আর অস্থির মন। তবুও তো রোজাদারদের দিনমান কাটছে আবহাওয়া-প্রকৃতির সহনীয় আচরণে অন্যরকম প্রশান্তিতে।
আজ সন্ধ্যা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ জেলা-উপজেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি-বজ্রবৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কুমিল­ায় ৮১ মিলিমিটার। ঢাকায় ৪০, চট্টগ্রামে ২৮ মি.মি. সহ দেশের অধিকাংশ জায়গায় কমবেশি বৃষ্টিপাত হয়েছে। আবার কোথাও ঝরেছে গুঁড়ি গুঁড়ি সাময়িক বারিধারা। থামিয়ে দিয়েছে বৈশাখী খরার লাগাম।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৩.৩ এবং সর্বনিম্ন কুমিল্লায় ১৭.৯ ডিগ্রি সে.। ঢাকায় পারদ সর্বোচ্চ ৩০.৭ এবং সর্বনিম্ন ২২.৯ ডিগ্রি সে.। সারাদেশে তাপমাত্রা বৈশাখে এ সময়ের স্বাভাবিকের লেভেলের তুলনায় গত কয়েকদিন ধরেই স্থানভেদে ২ থেকে ১০ ডিগ্রি সে. পর্যন্ত কম রয়েছে।
আগামীকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, চট্টগ্রামসহ দেশের সবক’টি বিভাগের অনেক অথবা কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং কোথাও কোথাও এ সময় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।
পরবর্তী ৪৮ ঘণ্টায়ও বৃষ্টি-বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিভাগ জানায়, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

 



 

Show all comments
  • Shah Jamal ২৭ এপ্রিল, ২০২০, ১:১৪ এএম says : 0
    করোনার মহামারিতে পুরো পৃথিবী যখন দিশেহারা। ঠিক তখনই মাহের রমজানের ওছিলায় মহান আল্লাহ করণা রোজাদারদের মনে প্রশান্তির ছায়া। তাই করোনা যতই শক্তিশালী হোক না কেন? তার থেকেই শতগুন শক্তিশালী মহান আল্লাহ তাআল্লাহ রহমত। আমি মনে প্রানে বিশ্বাস করি আমিন।
    Total Reply(0) Reply
  • Lamgir Alamgir ২৭ এপ্রিল, ২০২০, ১:১৫ এএম says : 0
    --- ব্ষ্টি ---- ব্ষ্টি ঝমঝম করে আয় এ ধরায় টাপুর টুপুর শান্ত দুপুর আর নয় বড্ড সেকেলে আর থাকিস নায় পাপের বৃহৎ বোজা ভারি ধারায় মানবতা তাড়ায় মানুষত্য হত্যায় ধুয়ে সাফ করে দে রহমতের বারতায় ।।। এ ভাবে টিপটিপ বারি ঠান্ডা মুর্ছনায় আর কতকাল ধরাধুলো মাখবি কাদায চারিদিক কলুষিত হত্যা জুলুম কান্নায় দুষ্ট পাপের জন্জাল মিথ্যা সুদের মেলায় ক্বোরানের অপমানে স্রষ্টা নবী অবহেলায় প্রতিশোধে বৃষ্টি আয় গগনছাদ ফুটো করে আয় ।।। হোক ঘুর্নি বায়ু অশান্ত সমূদ্র ঢেউয়ের ফেনায় কালো মেঘের বজ্র কঠিন শব্দের সাবধানতায় কাঁদুক দুদিনের নবজম্ম মাতৃকোলে, দোলনায় তবুও তোমাকে প্রয়োজন মানব জাতি সভ্যতায় এক আল্লাহুর অসীম বরকত রিযিকের পবিত্রতায় দোয়া, এখন বড়ই কষ্টের সময় একটু দয়া করে আয় ।।।।
    Total Reply(0) Reply
  • Mojammel Haque ২৭ এপ্রিল, ২০২০, ১:১৭ এএম says : 0
    ইয়া মহান আল্লাহ, আমাদের জন্য উপকারি বৃষ্টি বর্ষণ করুন।
    Total Reply(0) Reply
  • Tarak Nandy ২৭ এপ্রিল, ২০২০, ১:১৮ এএম says : 0
    বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি এতো মিষ্টি মিষ্টি মিষ্টি
    Total Reply(0) Reply
  • জাবের পিনটু ২৭ এপ্রিল, ২০২০, ১:১৯ এএম says : 0
    হে আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে করোনাভাইরাসকে ধুয়ে মুছে ছাপ করে দাও।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ