Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আদা কেজিতেই লাভ ১৬০ টাকা!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

আমদানি খরচ আর নানা রকম হাত বদলে প্রতিকেজি আদার মূল্য দাঁড়ায় সর্বোচ্চ ৯০ থেকে ১২০ টাকা। অথচ কেজিতে ১৬০ টাকা লাভ করে আদা বিক্রি হচ্ছিল ২৫০ টাকা দরে। গতকাল রোববার দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানে গিয়ে এমন চিত্র পান জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এবং আলী হাসান। তারা জানান, কাগজপত্রে দেখা যায় প্রতি কেজি আদার আমদানি মূল্য ৮০ টাকার কাছাকাছি। কমিশন, হাত বদল থেকে শুরু করে নানা প্রক্রিয়া শেষে দাম পড়ে ৯০ থেকে ১২০ টাকার মতো। যা এখন বাজারে ২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। কেজিতে লাভ করা হচ্ছে ১৩০ থেকে ১৬০ টাকা।
হামিদুল্লাহ মার্কেটে আড়তদার কামাল ব্রাদার্সে প্রতি কেজি আদা সর্বোচ্চ ১২০ টাকায় কিনে ২৫০ টাকায় বিক্রি করায় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ