মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ট্রাম্প প্রায়শই কীভাবে তাকে চিত্রিত করা হয়েছে তা সন্ধান করেন। তিনি এ মাসে প্রকাশিত একটি নিবন্ধের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন। বিবৃতিতে প্রকাশ হয় যে, তার স্বাস্থ্য সচিব অ্যালেক্স এম. এজার ট্রাম্পকে মহামারী হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানুয়ারিতে সতর্ক করেছিলেন। ট্রাম্পের সহযোগীরা জানিয়েছেন, তিনি হতাশ হয়েছেন যে, তাকে দোষ দেয়া হচ্ছে এবং এজারকে আরো ইতিবাচকভাবে চিত্রিত করা হয়েছে।
ট্রাম্প তার বন্ধুদের বলেছেন যে, তার ধারণা, এজার তার গলা চড়িয়ে নিজের খ্যাতি বাঁচানোর জন্য সংবাদ মাধ্যমের সাথে কাজ করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি অবশ্য বলেছেন যে, প্রেসিডেন্টের মনোযোগ তার সংবাদ কভারেজের দিকে নিবদ্ধ। তবে গিডলি এক বিবৃতিতে জানান যে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকার হ’লো আমেরিকান জনগণের স্বাস্থ্য এবং সুরক্ষা।’
ট্রাম্পের সহযোগীরা জানিয়েছেন, মার্চের মাঝামাঝিতে প্রেসিডেন্টের পয়েন্ট কমে যায় যখন কোভিড-১৯ এর মৃত্যু ও সংক্রমণ প্রতিদিন বেড়েই চলছিল, ট্রাম্প ভাইরাসটিকে ‘চীন থেকে আগত এক ব্যক্তি’ হিসাবে চিত্রিত করেন এবং এটি ফ্লুর চেয়ে মারাত্মক কিছু নয় বলে মন্তব্য করেন। ট্রাম্পের দাতা সংগঠনের প্রচারণা প্রতিনিধি এবং মাইপিলো’র প্রধান নির্বাহী মাইক লিন্ডেল মার্চের শেষের দিকে হোয়াইট হাউসে গিয়েছিলেন এবং বলেছিলেন যে, প্রেসিডেন্ট এতটাই বিমর্ষ ছিলেন যে, লিন্ডেল তাকে এক ডেমোক্র্যাট ভোটার বন্ধুর পাঠানো একটি বার্তা দেখানোর জন্য ট্রাম্পের ফোনটি টেনে নেন। সেই ডেমোক্র্যাট বন্ধুটির মনে হয়েছিল যে, ট্রাম্প ভালভাবে দায়িত্ব পালন করছেন।
লিন্ডেল জানান যে, প্রশংসা শুনে ট্রাম্প পুলকিত হয়ে ওঠেন। তিনি বলেন, ‘আমি কেবল তাকে একটু আত্মবিশ্বাস দিতে চেয়েছিলাম।’
দৈনিক ব্রিফিংস :
হোয়াইট হাউস করোনভাইরাস টাস্কফোর্সের দৈনিক ব্রিফিংটি হ’ল দিনের সেই অংশটি ট্রাম্প যেটির জন্য অপেক্ষায় থাকেন। যদিও এমনকি রিপাবলিকানরাও বলেছেন, প্রেসিডেন্টের সেই ২ ঘন্টার রাজনৈতিক আক্রমণ, অসন্তোষ এবং মিথ্যাচার তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্প এর কিছুই শুনতে নারাজ। সহযোগীরা বলছেন, তিনি সংবাদ বিবৃতিকে প্রাইম টাইম প্রদর্শনী হিসাবে দেখেন। তিনি এখন চাইলেও আর জনসমাবেশে করতে পারছেন না। তাই বিষয়টিকে তিনি সমাবেশের সেরা বিকল্প হিসেবে নিয়েছেন।
ট্রাম্প খুব কমই ব্রিফিংয়ের আগে টাস্কফোর্স সভায় অংশ নেন এবং ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার আগে সাধারণত তিনি প্রস্তুতি গ্রহণ করেন না। তিনি প্রায়শই দিনের মূখ্য আলোচ্য বিষয়গুলির একবারে চ‚ড়ান্ত সংস্করণটি দেখেন যা তার সহায়তাকারীরা প্রথমবারের মতো তার জন্য প্রস্তুত করে। যদিও সহযোগীরা জানিয়েছেন, তিনি সংবাদমাধ্যমে সারাসরি পড়ার আগে মার্কার দিয়ে দাগিয়ে বিষয়গুলির সমন্বয় করে নেন।
তিনি সেগুলি ঝটিকা গতিতে নিজের মনে বলতে বলতে দেখে নেন যাতে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তরের হয়রানিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই পর্বটি তিনি উপভোগ করেন।
গভর্নর কুওমোসহ তার দৈনিক বিবৃতির বাকি সমালোচকরা অবধারিতভাবে তুলে ধরেছেন যে, প্রেসিডেন্টের কার্যদিবসের ২ ঘণ্টা সময় যদি প্রাইম টাইম সংবাদ বিবৃতি আয়োজনেই উৎসর্গীকৃত থাকে, তাহলে প্রকৃতপক্ষে মহামারীটির সমাধান করবে কে?
এমনকি ড. অ্যান্থনি এস ফাউচি, মহামারীটি সামাল দেয়ার সর্বোত্তম উপায় সম্পর্কে প্রেসিডেন্টকে পরামর্শ দেয়ার জন্য নিযুক্ত বিশেষজ্ঞদের মধ্যে একজন, ট্রাম্প সম্পর্কে অভিযোগ করেছেন, প্রতিদিনকার সংবাদ বিবৃতিতে তিনি আবশ্যকীয়ভাবে যে পরিমাণ সময় ব্যয় করেন, সেটির প্রভাব ট্রাম্পকে নিঃশেষ করে দিতে পারে। তবে, প্রেসিডেন্টের উপর এর বিপরীতধর্মী প্রভাব রয়েছে। তিনি কীভাবে বিষয়টিতে নিয়োজিত হয়েছেন, তা প্রায় একটি দুর্ঘটনার শামিল। (চলবে)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।