Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিয়মিত সংবাদ সম্মেলন বাতিল করলেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

করোনা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন বাতিল তরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ট্রাম্প বলেন, ‘গণমাধ্যম ‘মিথ্যে তথ্য ছড়ায়’ এবং ‘বিদ্বেষম‚লক প্রশ্ন’ করে থাকে। তারা আমার সময় পাওয়ার যোগ্যতা রাখে না। তিনি বলেন, হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ফালতু গণমাধ্যমগুলো কোনো কাজের প্রশ্ন করে না কিন্তু উল্টো বিদ্বেষমূলক প্রশ্ন করে, পরিশেষে সত্য গোপন করে। ট্রাম্প আরো বলেন, তারা রেটিং চায় অন্যদিকে আমেরিকান জনগণ ভুয়া খবর ছাড়া আর কিছুই পায় না। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ট্রাম্প সূর্যের অতি বেগুনি রশ্মি ঢুকিয়ে শরীর করোনা মুক্ত ও জীবাণুনাশক পুশ করে জীবাণু দূর করার পরামর্শ দেন। তবে নিজের মন্তব্য নিয়ে ট্রাম্প পরে বলেন, তিনি মজা করে ওই পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্পের এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটিকে বিপজ্জনক বলে মন্তব্য করেন। জীবাণুনাশক উৎপাদকরা বলেন, কোনো অবস্থাতেই তাদের পণ্য খাওয়া বা শরীরে পুশ করা যাবে না। শুক্রবার সংবাদ সম্মেলনে ১৯ মিনিটের ব্রিফিংয়ের পর সাংবাদিকদের প্রেসিডেন্টকে আর কোনো প্রশ্ন করার সুযোগ দেন নি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ করোনা ভাইরাস টাস্ক ফোর্সের অন্য সদস্যরা। দ্য গার্ডিয়ান, এএফপি, ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ