প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউনের ফলশ্রুতিতে ভারতের বিনোদন শিল্প হঠাৎ করেই এক অচলাবস্থায় পড়েছে গত ৮ মার্চ থেকে। অনেক সিরিয়ালের নির্মাণ বন্ধ হয়ে গেছে। পুরনো সিরিয়ালগুলো নতুন করে প্রচার করা হচ্ছে। দর্শকরা এখন যতটা সময় পারছে কাটাচ্ছে পুরনো ফিল্ম বা সিরিয়াল দেখে দেখে। লকডাউন উঠে গেলে এর মধ্যে অনেক সিরিয়াল নতুন পর্ব নিয়ে ফিরবে কিন্তু ফিরবে না ‘বেহাদ ২’। সোনি টিভি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে লকডাউন শেষ হলেও জেনিফার উইঙ্গেট, শিবিন নারাঙ এবং আশিস চৌধরি অভিনীত সিরিয়ালটি ফিরবে। প্রথম মৌসুমের সাফল্যে আশায় বুক বেঁধে ২০১৯-এর ডিসেম্বরে সিরিয়ালের দ্বিতীয় মৌসুম শুরু হয়েছিল। কিন্তু প্রত্যাশা পূরণ করতে না পারায় সিদ্ধান্ত নেয়া হয় সিরিয়ালটিকে টিভি থেকে ডিজিটাল মাধ্যমে স্থানান্তর করা হবে। কয়েকদিন বাদে সিদ্ধান্ত নেয়া হয় টিভিতেই রাখা হবে ‘বেহাদ ২’কে। এই আচমকা শেষ করার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন জেনিফার, শিবিন আর আশিস। তাদের মতে একটি স্বাভাবিক কাহিনী ধারা দিয়ে সিরিয়ালটি শেষ করা যেত আচমকা শেষ করায় দর্শকরা ক্ষুব্ধ হবে। অন্য দিকে চ্যানেল এক বিবৃতিতে বলেছে : “এই তিনটি সময়ের মধ্যে সীমাবদ্ধ কল্পিত কাহিনী। এর বিস্তার সময়বদ্ধ তাই এটি আর ফিরবে না।” ‘বেহাদ ২’ ছাড়াও সোনি আশনুর কওর আর সৌরভ রাজের ‘পাটিয়ালা বেইবস’ এবং মুদিত নায়ার অভিনীত ‘ইশারোঁ ইশারোঁ মেঁ’ সিরিয়াল দুটিও প্রত্যাহার করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।