Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালী ব্যাংক রংপুর বাজার শাখার অসুস্থ্য ৭ জনের মধ্যে ৬ জনেরই করোনা পজেটিভ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৬:৫২ পিএম

সোনালী ব্যাংক, রংপুর বাজার শাখার অসুস্থ্য ৭ কর্মকর্তা/কর্মচারীর ৬ জনেরই করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। ওই শাখার ১১ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৭ জনের জ্বর, সর্দি ও কাশি দেখা দেয়ায় গত ২২ এপ্রিল সকাল থেকে ব্যাংকটির যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরে ওই ৭ কর্মকর্তা/কর্মচারীর নমুন সংগ্রহ করা হয়। পরে রিপোর্টে একে একে ৬ জনেরই করোনা পজেটিভ সনাক্ত হয়। এর পর থেকে ব্যাংকটি লক ডাউন করে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানিয়েছেন, করোনা আক্রান্ত প্রত্যেকের বাড়ি লকডাউন করা হচ্ছে। আক্রান্তরা গত কয়েকদিনে কোথাও গিয়েছিলেন কিনা? কার কার সাথে মিশেছেন তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ