বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রোববার ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী উপজেলায় নতুন করে একজন করোনা সংক্রমিত রোগী পাওয়া গেছে। বিকেলে সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে এ জেলার ৫ উপজেলাতেই করোনা রোগী পাওয়া গেলো। মোট ৫১২ জনের নমুনা পাঠিয়ে ৩৪২ জনের ফলাফলে এই ৮ জনের করোনা পজেটিভ সনাক্ত হলো । তবে ইতিমধ্যেই এই ৮ জনেের ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, উপজেলার ধনতলা ইউনিয়নের লাহিড়ীহাট খাদ্যগুদাম সংলগ্ন ঠুমনিয়া চিমটুপাড়া গ্রামের আক্রান্ত ব্যক্তির বয়স ২৭ এবং তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী করেন।
যে ৮ জনের করোনা সনাক্ত হলো তারা সবাই ঢাকা বা নারায়নগঞ্জ প্রত্যাগত ৷ সদর, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গীতে ১ জন করে , রাণীশংকৈলে ২ এবং হরিপুরে ৩ জনসহ জেলায় মোট ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।