Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে কেভিড-১৯ রোগীর সংখ্যা ১শ ছাড়াল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৪:২৯ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা ভাইরাস আক্রান্ত কেভিড-১৯ রোগীর সংখ্যা ১শ ছাড়াল। মৃত্যু হয়েছে ৫ জনের শণিবার পটুয়াখালীর দুমকিতে আরো ১ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে উপজেলাটিতে ২জনের মৃত্যু হল কেভিড-১৯’এ। রবিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় এ অঞ্চলে আরো ৮জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। যাদের ৭ জনই বরগুনা বিভিন্ন উপজেলায়। যাদের প্রায় সকলেই নারায়নগঞ্জ ও ঢাকা থেকে গত। অপর ১জন পটুয়াখালীর দুমকিতে। বিভাগের অন্য ৪টি জেলাতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোন কেভিড-১৯ রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে বিভাগীয় স্বস্থ্য দপ্তর। এরফলে ছোট জেলা বরগুনাতে মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩০’এ। এছাড়া বরিশালে ৩৬, পটুয়াখালীতে ২০, ভোলাতে ২, পিরোজপুরে ৭ এবং ঝালকাঠীতে ৬ জন কেভিড-১৯ রোগীর সন্ধান মিলেছে এপর্যন্ত।
রবিবার দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় আইসোলেশনে ছিল ৮৬ জন। যার মধ্যে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই আছেন ২২জন। বিগত ২৪ ঘন্টায় ১৩২জন সহ দক্ষিণাঞ্চলে হোম কোয়ারিন্টিনে ছিল ৮ হাজার ৮২৪ জন। যার মধ্যে বিগত ২৪ ঘন্টায় ২৩১ জন সহ অবমূক্ত হয়েছে ৫ হাজার ৪১৫ জন।
করোনা ভাইরাসের কারনে এ পর্যন্ত বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরের সম্পূর্ণ জেলা এবং ঝালকাঠীর সদর ও নলছিটি উপজেলা, ভোলার সদর, তজুমদ্দিন, লালমোহন ও মনপুরার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সহ একাধীক বাড়ী লকডাউন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ