Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে এক মহিলার মৃত্যু

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৩:৪৫ পিএম

ভোলার চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে রবিবার সকালে করোনাভাইরাস এর উপসর্গ জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মাহমুদা বেগম (৫০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। মাহমুদা বেগম উপজেলার হালিমা বাদ গ্রামের সুলতান আহমেদের স্ত্রী।
স্থানীয়রা জানান, -সম্প্রতি ওই বাড়িতে ঢাকা থেকে এক ব্যক্তি আসেন । তার সংস্পর্শে এসে এই মহিলা অসুস্থ হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক এর সত্যতা নিশ্চিত করে জানান, ওই মহিলা সর্দি জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি জানান এ পর্যন্ত চরফ্যাশন উপজেলার ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তার মধ্যে ২২ জনের রিপোর্ট এসেছে। প্রাপ্ত রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ