Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের দায় স্বীকার জে. ওজতুর্কের

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের বিমান বাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল আকিন ওজতুর্ক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায় স্বীকার করেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু গত সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। ওজতুর্কের স্বীকারোক্তি উদ্ধৃত করে এতে বলা হয়েছে, অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেন তিনি। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অভ্যুত্থান ষড়যন্ত্রের কথা স্বীকার করেন। ব্যর্থ অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়। তুর্কি বিমান বাহিনীর সাবেক এই কমান্ডার জেনারেল ওজতুর্কসহ বেশকিছু সিনিয়র সামরিক কর্মকর্তার সাথে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। আনাদোলুতে ওজতুর্কের যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে তার মাথা ও শরীরের উপরের অংশে কিছু ক্ষত চিহ্ন রয়েছে। এর আগে জেনারেল ওজতুর্ক অভ্যুত্থান চেষ্টার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন এবং দাবি করেন, অভ্যুত্থান চেষ্টা প্রতিরোধে কাজ করেন তিনি।
ইসরাইলি দৈনিক জানিয়েছে, তুর্কি জেনারেল ওজতুর্ক ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তুরস্কের তেল আবিব দূতাবাসে সামরিক অ্যাটাশি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তুর্কি বিমান বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অবশ্য গত বছর দায়িত্ব থেকে সরে দাঁড়ান জেনারেল ওজতুর্ক। কিন্তু তুর্কি সর্বোচ্চ সামরিক পরিষদ তার সদস্যপদ বজায় রেখেছিলেন তিনি। অভ্যুত্থানের আগে তাকে দায়িত্বশীল সামরিক ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হতো। নিজ দেশ এবং ন্যাটো তাকে অনেক পদকে ভূষিত করেছে। গত শুক্রবার তুরস্কে অভ্যুত্থান চেষ্টা করে সামরিক বাহিনীর দলছুট একটি অংশ। কিন্তু তা ব্যর্থ হয়। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় রাস্তায় নেমে জনগণই মূলত অভ্যুত্থান চেষ্টা রুখে দেয়। তবে অভ্যুত্থান চেষ্টা চলাকালে মোট ২৬৫ জন নিহত হয়। আহত হয় প্রায় দেড় হাজার মানুষ। শনিবার অভ্যুত্থান চেষ্টা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পর দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। বিচার বিভাগ ও পুলিশ বিভাগের কয়েক হাজার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ৯ হাজার কর্মকর্তাকে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে বিমান বাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল একিন ওজতুর্ক অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন। বিবিসি, আনাদোলু, হারেৎজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের দায় স্বীকার জে. ওজতুর্কের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ