মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে অনাহারে মৃত্যুমুখে পড়েছে সেখানে বসবাসকারী প্রায় ৩ লাখ সাধারণ মানুষ। আলেপ্পোতে খাদ্য সরবরাহে ব্যবহৃত একমাত্র রাস্তা কাস্টেলো রোড বন্ধ করে রেখেছে বাশার আল আসাদের বাহিনী। কারণ হিসেবে বাশার বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই রাস্তাটি এক সময় বিদ্রোহীরা ব্যবহার করত, তাই এখানে সাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী অধিকৃত আলেপ্পো পুনর্দখল করেছে দেশটির সরকারি বাহিনী। এরপর থেকে শহরটিতে খাদ্য সরবরাহ বন্ধ রেখেছে বাশার বাহিনী। আলেপ্পোভিত্তিক বিদ্রোহী সংগঠন ফাস্তাকিম’র জাকারিয়া মালাহিফজি বলেন, রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। সেখানকার পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে মন্তব্য করেছেন সিরিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হোসেন। তিনি বলেন, দেশটি ইতোমধ্যে একটি বিধ্বস্ত কবরস্থানে পরিণত হয়েছে। বহু মানুষ অপমৃত্যুর শিকার হয়েছে। তাছাড়া হামলা পাল্টা হামলার কারণে ঘর থেকে বের হতে না পেরে খাদ্যাভাবে অনেক নিরীহ মানুষের প্রাণ
গেছে। টেলিগ্রাফ।
বিহারে মাওবাদীদের বোমা হামলায় ১০ কমান্ডো নিহত
ইনকিলাব ডেস্ক : ভারতের বিহার রাজ্যে নকশালপন্থী মাওবাদী গেরিলাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে আধা সামরিক বাহিনী সিআরপিএফ’র চৌকস কমান্ডো ব্যাটেলিয়নÑ কোবরা›র ১০ কমান্ডো এবং গুলি বিনিময়ে ৩ নকশাল নিহত হয়েছে। গত সোমবার রাতে বিহারের আওরঙ্গবাদের জঙ্গলে এ ঘটনা ঘটেছে। রাস্তায় পেতে রাখা বোমা দিয়ে ‘কোবরার’ কমান্ডোদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এরপরই দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। ‘কোবরা’ সদস্যের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, মোবাইল ফোনের নেটওয়ার্ক ভালো না থাকায় ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো খবর এখনো পাওয়া যায়নি। অবশ্য তারা স্বীকার করেছেন, এ হামলায় ‘কোবরা’ ব্যাটালিয়ন বেশ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। এ বাহিনীকে জঙ্গলযুদ্ধের বিশেষ প্রশিক্ষণ দিয়েই গড়ে তোলা হয়েছে বলে জানানো হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।