Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১:৫১ পিএম

সাতক্ষীরায় এক স্বাস্থকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নাম মাহমুদুল হক হাছান। তার বাড়ি সাতক্ষীরা সদরের উত্তর কাটিয়ায়। রোববার (২৬ এপ্রিল) সকালে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার পর তিনি বাড়িতেই অবস্থান করছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থকর্মী মাহমুদুল যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করেন। তিনি বাড়ি থেকে নিয়মিত যাতায়াত করতেন। সম্প্রতি শরীর খারাপ হলে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। রোববার সকালে পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক ব্যক্তি সম্প্রতি ভারত থেকে বেনাপোল বন্দর হয়ে দেশে ফেরেন। তাকে যশোরের প্রশাসন কোয়ারেন্টিনে রাখেন। শনিবার (২৫ এপ্রিল) বিকালে তার পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্ত হয়েছেন। তিনি যশোর সিভিল সার্জন ডাঃ আবু শাহিনের তত্ত্বাবধানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ