মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিবিএস টেলিভিশনের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। এদিকে, দেশটির ওহিয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে গত সোমবার থেকে রিপাবলিকান পার্টির যে জাতীয় সম্মেলন শুরু হয়েছে, তাতে দলের নামি তারকারা যোগ দিচ্ছেন না। সম্মেলনের চতুর্থ দিন ডোনাল্ড ট্রাম্পকে দলের সর্বসম্মত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার কথা। সেই উদ্দেশ্য স্মরণে রেখে ট্রাম্প নিজে দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন। অপরদিকে, দলীয় ঐক্যের ব্যাপারে ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও ক্লিভল্যান্ডে ঐক্যের বদলে অনৈক্যের সুরই শোনা যাচ্ছে বেশি। দলের অনেক শীর্ষস্থানীয় নেতা সম্মেলনে অংশ নিচ্ছেন না। ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক উপসম্পাদকীয়তে ট্রাম্পের ব্যাপারে তার আপত্তির কথা কোনো রাখঢাক ছাড়াই ব্যাখ্যা করেছেন। ওই নিবন্ধের শিরোনাম, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি অথবা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নয়। জেব বলেছেন, আগামী চার মাস রাজনৈতিক প্রচার অত্যন্ত মনোরঞ্জনমূলক হবে। সিবিএস টেলিভিশনে ট্রাম্প বলেন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে অল্প সংখ্যক সেনা পাঠিয়েছে, তা তিনি সমর্থন করেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।