বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনীর দাগনভূঁইয়ায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে দাগনভূঁঞা পৌর শহরের নামার বাজার এলাকার একটি ভাড়া বাসায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি একই উপজেলার চার নম্বর রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত জানান, নিহত ব্যক্তি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে তার বাড়িটিসহ পাশের দু’টি বাড়ি লকডাউন করা হয়েছে।
দাগনভূঁঞা পৌর মেয়র ওমর ফারুক খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি জ্বর, সর্দি, কাশি, গলাব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে কিছুদিন থেকে খুব অসুস্থ ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। তার পরিবার বিষয়টি নিয়ে ঢাকা আইডিসিআরের স্বাস্থ্যবিভাগের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তারা ফোন ধরেননি। এমনকি স্থানীয় স্বাস্থ্যবিভাগকে ব্যাপারটি জানালেও তারা নমুনা সংগ্রহসহ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেনি বলে পরিবার অভিযোগ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।