Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের দুই ইপিজেড আংশিক চালু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১১:২৬ এএম

ঝুঁকির মধ্যেই চট্টগ্রামের দুটি ইপিজেডে সীমিত আকারে চালু হয়েছে ৯৪টি কারখানা। রোববার দেশি-বিদেশী এসব কারখানায় উৎপাদন শুরু হয়।
সকাল থেকে ইপিজেডের আশপাশের এলাকা তথা বৃহত্তর পতেঙ্গা-হালিশহরসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা কারখানায় আসতে থাকে। ইপিজেড দুটির প্রধান ফটকে শিল্প পুলিশ ও থানা পুলিশ অবস্থান নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানায়।
চট্টগ্রাম ইপিজেডের জিএম খুরশিদ আলম ইনকিলাবকে বলেন, এখনও পর্যন্ত ৭০টি কারখানা সীমিত সংখ্যক শ্রমিক নিয়ে কাজ শুরু করেছে। শ্রমিকদের সুরক্ষা ও স্বাস্থ্য বিধি মেনেই কারখানা পরিচালনা করতে বলা হয়েছে।

তিনি বলেন, যেসব কারখানার বিদেশি ক্রেতাদের কার্যাদেশ রয়েছে এবং রপ্তানি অব্যাহত রাখার জন্য যারা কারখানা চালুর অনুমোতি চেয়েছে তাদের কারখানা খুলতে বলা হয়েছে।
জাপান, জার্মানি, সাউথ আফ্রিকাসহ অনেক দেশের ক্রেতারা কার্যাদেশ দিয়েছেন।

কর্ণফুলী ইপিজেডের জিএম মশিউদ্দিন বিন মেজবা ইনকিলাবকে বলেন, ২৪টি কারখানায় সীমিত আকারে কাজ হচ্ছে। কারখানাগুলোতে শ্রমিকের উপস্থিতি কম বলেও জানান তিনি। আংশিক কাজ হচ্ছে তাই কারখানার সব শ্রমিককে আসতে হচ্ছে না।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর নূরুল হুদা বলেন, কারখানা খোলার পর সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা আসতে থাকে। এতে গেইটে জটলা সৃষ্টি হয়। পুলিশ তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে কারখানায় প্রবেশ করতে সাহায্য করেছে।
কারখানা চালু হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিক আসা শুরু হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে বলেও জানান তিনি। তবে কারখানা মালিকরা কারখানায় স্বাস্থ্যবিধি মেনেই শ্রমিকদের কাজ করার সুযোগ করে দেবেন বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ