Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তাসহ আক্রান্ত আরো ২ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৯:৫৬ এএম

চট্টগ্রামে জনতা ব্যাংকের এক কর্মকর্তাসহ দুজনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। অপরজন পেশায় ব্যবসায়ী। শনিবার চট্টগ্রামের দুটি ল্যাবে মোট ১৮৯টি নমুনা পরীক্ষায় এ দুজনের সংক্রমণ পাওয়া গেছে। বাকি ১৮৭ জনের নমুনায় করোনা নেগেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা, হাসান শাহরিয়ার কবির জানান, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ ১৬৯টি নমুনায় দুজনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০টি নমুনা পরীক্ষা হয়েছে। সেখানকার নমুনার ফল নেগেটিভ এসেছে।

চট্টগ্রামে আক্রান্ত একজনের বাসা আগ্রাবাদ শান্তিবাগ আবাসিক এলাকায়। বয়স ৩০। আরেকজনের বাসা হালিশহর নয়াবাজার চুনা ফ্যাক্টরির মোড়ে। বয়স ৪০

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শান্তিবাগে যার বাসা তিনি ব্যবসায়ী। নগরীর তিন পুলের মাথায় ইলেকট্রিক আইটেমের দোকান আছে তার । গত ২৫ মার্চ থেকে দোকান বন্ধ আছে। আক্রান্ত আরেকজন জনতা ব্যাংকের সীতাকুণ্ডের একটি ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক। তিনি ৭ এপ্রিল সর্বশেষ অফিসে গিয়েছিলেন।

গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শুরু হয়। ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে নমুনা পরীক্ষা। গত একমাসে ২ হাজার ৪৪১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৪ জনের ।

আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার রয়েছে ৪৬ জন। মারা গেছেন পাঁচজন। ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া লক্ষ্মীপুরের ২৯ জন, নোয়াখালীর চারজন, বান্দরবানের তিনজন এবং ফেনীর দুজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ