মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের রাস্তায় এই প্রথমবারের মতো লাউড স্পিকারে শোনা যাচ্ছে আল্লাহর ইবাদতের প্রতিধ্বনি। মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসের এক মুসলিম কমিউনিটিতে গত বৃহস্পতিবার রাত থেকেই পবিত্র রমজান উপলক্ষে শোনা যাচ্ছে আজান। সেখানে গত শুক্রবারেও প্রচারিত হয়েছে আজানের ধ্বনি। এখন থেকে পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন পাঁচবার প্রতিধ্বনিত হবে এই সুর। আল-জাজিরায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের জন্য এটি অবশ্যই ঐতিহাসিক মুহূর্ত। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও অন্যান্য দেশগুলোতে আজান প্রচারিত হলেও যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটিগুলোতে এতোদিন শুধু মসজিদের ভেতরেই আজান দেয়া হতো। দারুল হিজরাহ মসজিদ বোর্ডের ইমাম আবদিসালাম আদম বলেন, ‘এটি অবশ্যই সকলের জন্য আনন্দের সংবাদ। তিনি আরো বলেন, আগে আজান এতো জোরে প্রচারিত হতো না। আমার জীবদ্দশায় আমি এটি দেখে যেতে পারব তা ভাবিনি।’ আমেরিকান ইসলামিক মিনেসোটা কাউন্সিলের নির্বাহী পরিচালক জেলানি হুসেনের মতে, শহরের আশেপাশে মসজিদেগুলো থেকে নামাজের এই আহবান মিনিয়াপলিসের সিডার রিভারসাইড পাড়ায় বসবাসরত হাজার হাজার মুসল্লির কাছে পৌঁছে যাবে। তিনি আরো জানান, বহু বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। এই করোনা মহামারিতে সবাই ঘরে বন্দী থাকায় তাদের ইবাদতের সুবিধার জন্য এটি এ বছর থেকে চালু করা হয়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।