মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ থেকে সেরে ওঠা ব্যক্তি ফের করোনায় সংক্রমিত হবেন না, এমন কোনো প্রমাণ নেই। শনিবার বৈজ্ঞানিক ব্যাখ্যায় এ কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।-সিএনএন, বিবিসি, রয়টার্স
করোনা থেকে সুস্থ হয়ে যাওয়া রোগীদের ফের সংক্রমণের ঝুঁকি নেই- এমন গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ তথ্য জানালো সংস্থাটি। এ গুজবে সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। চিলি গত সপ্তাহে ঘোষণা দেয়, যেসব মানুষ করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাদের ‘স্বাস্থ্য পাসপোর্ট’ দেয়া হবে। একবার যদি কারোর শরীরে ভাইরাসটির প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তাহলে সে তাৎক্ষণিকভাবে কাজে যোগ দিতে পারবে। এই ব্যবস্থা চালু হলে প্রকৃত পক্ষে তাতে সংক্রমণের ঝুঁকি বাড়বে। কেননা, সুস্থ হওয়া লোকেরা ভাইরাস প্রতিরোধে নেয়া সাধারণ সতর্কতাও মানবে না।
ভাইরাসটি প্রতিরোধে অ্যান্টিবডির ভূমিকা এখনও পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। বেশিরভাগ গবেষণাতেই দেখা গেছে সুস্থ হওয়া মানুষের শরীরে অ্যান্টিবডি রয়েছে। তবে কারো কারো রক্তে এই অ্যান্টিবডি নিষ্ক্রিয় হয়ে পড়তেও দেখা গেছে।
ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। শনিবার পর্যন্ত বিশ্বে সংক্রমিত হয়েছে ২৮ লাখ ৪৬ হাজার ৫৭৬ জন, মারা গেছে ১ লাখ ৯৭ হাজার ৮৫৯ জন এবং সুস্থ হয়েছে ৮ লাখ ১১ হাজার ৭৮৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।