Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত

মানছে না সামাজিক দুরত্ব

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৫:৪৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে প্রথম একজন করোনা রোগী সানক্ত হয়েছে। করোনা আক্রান্ত রোগীর বাড়ি জেলার কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়নে। শনিবার সকাল ১০ টার দিকে সিভিল সার্জন ডা: সেলিনা বেগম খবরটি নিশ্চিত করেছেন। আক্রান্তর বয়স ৩৫ বছর।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় থেকে ১৯ জনের নমুনা পরীক্ষার পর ফলাফল পাঠানো হয়েছে। এরমধ্যে এক করোনা পজেটিভ এসেছে। এখন করোনা আক্রান্ত রোগীরা কি অবস্থায় আছে তা দ্রুততার সাথে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে জেলাকে লকডাউন করার জন্য আগেই প্রশাসনকে জানানো হয়েছে জানলেন এই জেলা সিভিল সার্জন।
খোঁজ নিয়ে জানা গেছে, কালীগঞ্জে করোনা আক্রান্ত যুবক শ্রমিকের কাজ করেন। কয়েক মাস আগে সে শরিয়তপুরে কাজ করতে যায়। সম্প্রতি সেখান থেকে জ¦র ও ঠান্ডা কাঁশি নিয়ে বাড়ি ফেরে। সর্বশেষ শরিয়তপুর জেলায় ১১ জন করোনা রোগী সনাক্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
এদিকে জেলায় করোনা রোগী সানক্ত হলেও নিয়ন্ত্রণহীন অবস্থায় চলছে শহরে চলাচলকারী ছোট যানবাহনগুলো। ৭/৮ জন যাত্রী নিয়ে চলাচল করছে ইজি বাইক, রিক্সা-মটর সাইকেলেও একাধীক যাত্রী চলাচল করছে। এগুলো নিয়ন্ত্রণে না থাকা এবং স্বাস্থ বিভাগের সুপারিশের পরও জেলা লকডাউন না করায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলেও মন্তব্য জেলা স্বাস্থ্য বিভাগের।
বিষয়টি নিয়ে সিভির সার্জন অফিসের করোনা ইউনিটের চিকিৎসক ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, সারা দেশে যেভাবে করোনা রোগী সনাক্ত হচ্ছে তাতে সামাজিক দুরতœ বজায় না রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এখনই উচিৎ স্বাস্থ বিধি মেনে ঘরে থাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ