Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্বন নিঃসরণ কমাতে ইতিহাদ এয়ারওয়েজের উদ্যোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৫:০৭ পিএম

কোভিড-১৯ মহামারীর কারণে যাত্রী পরিষেবা স্থগিত রখার সময়ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ পরিবেশ উন্নয়নে তাদের বিভিন্ন উদ্যোগের পরীক্ষা অব্যাহত রেখেছে। বুধবার পৃথিবী দিবস ২০২০ উপলক্ষে প্রকাশিত নতুন ভিডিওতে এয়ারলাইন্সটি তাদের চলমান কিছু কার্যক্রম তুলে ধরেছে।

এতিহাদ এভিয়েশন গ্রুপের গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার টনি ডগলাস বলেছেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে এবং কোভিড -১৯ এর বাইরেও জলবায়ু পরিবর্তন সংকটের বিষয়ে আমাদের প্রতিক্রিয়া উপেক্ষিত হবে না। এ বছরের শুরুর দিকে আমরা নেট-শূন্যের লক্ষ্যমাত্রা রেখেছিলাম। ২০৩৫ সালের মধ্যে আমরা কার্বন নিঃসরণ অর্ধেকে এবং ২০৫০ সালেন নেট নিঃসরণ শূণ্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছি। এতিহাদ গ্রিনলাইনার প্রোগ্রামের মাধ্যমে, আমরা বিমান শিল্প জুড়ে অংশীদারদের সহযোগিতায়, পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব হ্রাস করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’

এ বছর ইতিহাদ বোয়িং, জিই এভিয়েশন, ইউরো কন্ট্রোল এবং অন্যান্যদের সাথে জ্বালানি খরচ, কার্বন নিঃসরণ এবং শব্দ কমানোর ব্যবস্থা পরীক্ষা ও বাস্তবায়নের জন্য কাজ করেছে। পরিবেশ সংরক্ষণের জন্য সমর্থন প্রদর্শনের জন্য গত ২২ এপ্রিল বিশ্বজুড়ে ১৯৩ টি দেশে পৃথিবী দিবস পালিত হয়েছে। ১৯৭০ সাল থেকে দিবসটি উদযাপিত হয়ে আসছে। সূত্র: খালিজ টাইমস 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতিহাদ এয়ারওয়েজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ