Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মনপুরায় লকডাউন অমান্য করায় দুই মাঝিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৩:৪৪ পিএম

ভোলার মনপুরার মেঘনায় লকডাউন অমান্য করে যাত্রী পারা পার করায় দুই মাঝিকে একমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও মনপুরার ইউএনও বিপুল চন্দ্র দাস।
শনিবার বেলা ১১টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলীর চর থেকে যাত্রী নিয়ে আসার পথে চর শামসুদ্দিন নামক স্থানে মেঘনায় ট্রলারসহ মাঝিদের আটক করে কোস্টগার্ড। ট্রলারে থাকা ১২ জনকে ফের কলাতলীতে ফেরত পাঠানো হয়। আটক মাঝিরা হলেন, উপজেলার কলাতলী চরের বাসিন্দা শাহিন মাঝি এবং জামাল মাঝি।
মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান মেঘনায় নিয়মিত টহল দেয়ার সময় ১২ জনের যাত্রীবাহি ট্রলার আটক করে কোস্টগার্ড। ওই ট্রলারে থাকা ১২ যাত্রীদের ফের কলাতলীর চরে ফেরত পাঠানো হয় এবং দুই মাঝিকে এক মাসের কারাদন্ড দেয়া হয়।ইউএনও ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিপুল চন্দ্র দাস জানান, লকডাউন ভেঙ্গে মেঘনায় যাত্রী পারপারের দায়ে আটক দুই মাঝিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ