বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর জেলায় শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৫জন। এর মধ্যে শনিবার একদিনের পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯জন। যশোর সিভিল সার্জন ডাঃ শেখ আবু মোঃ শাহিন এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার গত দুইদিনে যশোর সিভিল সার্জন দপ্তর থেকে মোট ৪৬জনের নমুনা পরীক্ষার জন্য যবিপ্রবি’র ল্যাবে পাঠানো হয়। শনিবার যবিপ্রবি থেকে রিপোর্ট আসে এর মধ্যে ৯জনের পজেটিভ পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ১৫জন। এর মধ্যে ঝিকরগাছার ইপিআইএর মেডিক্যাল টেকনোলজিস্ট রয়েছেন। আগে দু’জন স্বাস্থ্য কর্মী শার্শা ও মণিরামপুরে করোনায় আক্রান্ত হন। করোনায় আক্রান্তদের সংস্পর্শের লোকদের আইসোলেশন ও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।