গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বকেয়া বেতনের দাবিতে আজও রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা। শনিবার মধ্যবাড্ডা ইউলুপের সামনে দুই পাশের সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কের দুইদিকের যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, মধ্যবাড্ডা এলাকার ৩টি গার্মেন্টসের শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে বলে তারা একজোট হয়ে সড়কে অবরোধ করেছে। তারা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়ায় অনেক জরুরি সেবার যান আটকে ছিল।
বাড্ডা থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। ঘণ্টাখানেক পর পুলিশের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেয়। বর্তমানে (দুপুরে) সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।