বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে এটিএস সোয়েটার কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে তারা বিক্ষাভ শুরু করেন।
কারখানার একজন সুপারভাইজার জানান, কয়েক মাস যাবৎ কারখানার তিনশ-চারশ শ্রমিকের বেতন কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বিভিন্ন সময় তারিখ দিলেও তারা পরিশোধ করছেন না। সর্বশেষ বিকাশ ও রকেটে বেতন দেয়ার কথা বললেও বেতন দিচ্ছেন না।
আরেক শ্রমিক বলেন, করোনা আতঙ্কের মধ্যেই আমাদের আয়-রোজগার কমে যাওয়ায় খুব কষ্ট হচ্ছে। সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে আমাদের চলতে হচ্ছে। কারখানার কর্তৃপক্ষ একাধিকার সময় নিলেও বেতন পরিশোধ করছে না।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।