Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে মুক্তির অপেক্ষায় ১৪০ কয়েদি

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

 করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ১৪০ জন কয়েদি মুক্তির অপেক্ষায় রয়েছে। স্বল্প মেয়াদে বিভিন্ন পর্যায়ের সাজাপ্রাপ্তদের তালিকা করে অধিদফতরে পাঠিয়েছে চাঁদপুর কারা কর্তৃপক্ষ। সরকার করোনা সংক্রমণ ঠেকাতে কিছু কিছু কারাবন্দির মুক্তির উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে জেলা কারাগার মুক্তির জন্য ১৪০ কারাবন্দির তালিকা প্রণয়ণ করে।
চাঁদপুর জেল সুপার মো. মাইন উদ্দিন ভ‚ঁইয়া জানান, করোনা সংক্রমণ এড়াতে জেলা কারাগার থেকে মুক্তি দেয়ার জন্য স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ১৪০ জন কয়েদির নাম ঢাকায় কারা অধিদফতরে পাঠানো হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে এই তালিকা পাঠানো হয়। কারা অধিদফতর থেকে ঐ তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে অনুমতি সাপেক্ষে তাদের মুক্তির ব্যবস্থা করা হবে।
করোনা প্রতিরোধে প্রস্তুতি সম্পর্কে জেল সুপার মো. মাইন উদ্দিন ভ‚ঁইয়া জানান, করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক নানা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিদিনই হয়তো ২-৩ জন নতুন বন্দি আসে। তাদেরকে কারাগারের ভেতরে ঢোকানোর আগে প্রধান গেইটে হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাতমুখ ধোয়ানো হয়। পরীক্ষা করা হয় শরীরের তাপমাত্রা। জীবাণুনাশক স্প্রে করা হয়। এভাবে প্রাথমিকভাবে সুস্থ্যতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভেতরে ঢোকানো হয় আসামিদের। জরুরি অবস্থা মোকাবেলা প্রসঙ্গে জেল সুপার বলেন, জেলা কারগারে আমরা ৩ জন করে মোট ৬ জন রাখার মতো ২টি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রেখেছি। যা দেখভালে ১ জন সহকারী সার্জনসহ কারাগারের মোট ৭৯ জনবল কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কয়েদি

১৮ সেপ্টেম্বর, ২০২০
১৬ ফেব্রুয়ারি, ২০২০
১৬ আগস্ট, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ