Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাম্প ও ট্রুডোসহ বিশ্বনেতাদের রমজান উপলক্ষে শুভেচ্ছা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের মুসলমানদেরকে গতকাল শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘বিগত মাসগুলোতে আমরা দেখেছি যে কঠিন সময়ে প্রার্থনার শক্তি কতোটা গুরুত্বপূর্ণ হতে পারে। আজ রমজানের শুরুতে আমি প্রার্থনা করি তাদের জন্যে যারা নিজ আস্থা ও বিশ্বাসের সাথে এই পবিত্র সময়টি পালন করছেন।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের কাছে পবিত্র এই মাসটি কঠিন উপবাস, একনিষ্ঠ প্রার্থনা, নামাজ, কুরআন পাঠ এবং দানের মাধ্যমে তাদের বিশ্বাসকে মজবুত এবং ঝালাই করে নেয়ার একটি সুযোগ।’ তিনি আরো বলেন, ‘শান্তি, দয়া ও অন্যের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা - এসব ইসলামি বিশ্বাসের সর্বজনীন ম‚ল্যবোধগুলোর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত।’
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে ট্রাম্পের প্রদিদ্ব›দ্বী জো বাইডেন তার ব্লগে লেখেন, ‘আমেরিকা এবং বিশ্বজুড়ে মুসলিম পরিবার যেমন রমজানের শুরু উদযাপন করে, এবং যারা এই পবিত্র মাসটি পালন করবে তাদের সকলের জন্য আমার শুভেচ্ছা।’
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবারের মতো এবারও নিজের দেশ এবং বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং টুইটার আইডিতে একটি ভিডিও বার্তায় তিনি মুসলমানদের শুভেচ্ছা এবং সম্মান প্রদর্শনের আহ্বান জানান। সবাইকে সালাম দিয়ে জনপ্রিয় এ প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন। সারাদিন রোজা শেষে সন্ধ্যায় তা ভঙ্গ করবেন তারা। এছাড়াও মাসজুড়ে ইবাদত করবেন। তাই এই রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের ম‚ল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।’ ট্রুডো বলেন, ‘নিঃসন্দেহে এবারের রজমান হবে সম্পূর্ণ আলাদা। আমি জানি মানুষ তাদের জীবনে রজমানের প্রকৃত অর্থ খুঁজে বের করবে। কানাডার মুসলমানরা সবসময়ই আমাদের এই দেশকে অপেক্ষাকৃত ভালো ও শক্তিশালী জায়গা হিসেবে গড়ে তুলতে অবদান রাখছেন। এ মাসেও এর ব্যতিক্রম হবে না।’ তিনি আরও বলেন, ‘প্রবীণদের খাদ্য সহায়তার জন্য বিভিন্ন সংস্থা ইতোমধ্যেই সহযোগিতা শুরু করেছে। এবার বাসায় থেকে রোজা পালন করুন।’
রমজান উপলক্ষে এক টেলি বার্তায় সউদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান মুসলিম বিশ্বের ও নেতাদের প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছা বার্তায় সবার জন্য ভালো কাজগুলো কবুল হওয়ার দোয়াও করা হয়। পাশাপাশি বর্তমানে সারাবিশ্বে বিস্তার লাভ করা মহামারী করোনাভাইরাসকে সকল মুসলিম দেশসহ অন্যান্য দেশ হতে উঠিয়ে নেয়ার দোয়াও বার্তায় উল্লেখ করেন। এসময় বাদশাহ মহিমান্বিত এ মাসে যেন মুসলিম দেশগুলোকে সম্মানিত ও শক্তিশালী হয়ে নানান অগ্রগতি ও উন্নতি বয়ে আনে সেই আশা ব্যক্ত করেন।
জর্ডানের রাণী রানিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘রমজান সর্বদা মহান করুণা এবং আশীর্বাদের সময়। যদিও আমরা এই পবিত্র মাসে ইফতারের সময় বন্ধুবান্ধব এবং পরিবার সবাই মিলে একসাথে জড়ো হতে পারব না, তবে আমাদের বিশ্বাস আছে যে, আল্লাহ শীঘ্রই আমাদের আবার একত্রিত করবেন এবং আমাদের প্রিয় জর্দানকে সুরক্ষিত ও সুস্থ রাখবেন।’
করোনাভাইরাস থেকে সেরে উঠে বিশ্রামে থাকা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটিশ মুসলমানসহ সারা পৃথিবীর মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিশ্বের সমস্ত মুসলমানের কাছে রমজান মোবারক। এই বছর রমজান আলাদা হবে। এই পবিত্র মাসে, আমরা সকলেরই ঘরে থাকা অতীব গুরুত্বপূর্ণ, যাতে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এবং জীবন বাঁচাতে পারি।’ প্রধানমন্ত্রী জনসন ছাড়াও ব্রিটিশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি জানি মুসলমানদের জন্য এই মাসটি কত গুরুত্বপূর্ণ। এই রমজানে দেশের যেসব মুসলমান নাগরিকেরা ন্যাশনাল হেলথ সর্ভিসেস এবং আর্মফোর্স সহ অন্যান্য কাজে নিয়োজিত আছে তাদের যে অসুবিধা হবে সেই জন্য আমরা দুঃখিত। আমরা জানি একসাথে ইফতার, তারাবি এবং ঈদ কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের স্বার্থে এই ত্যাগ স্বীকার করায় তাদেরকে ধন্যবাদ।’ প্রধান বিরোধী দল লেবার দলের নেতা এবং ছায়া প্রধান মন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটিশ মুসলমানদের রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রমজান আমাদেরকে যে শিক্ষা দেয় তা এই মহামারির দিনে আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।’
টুইট করে রমজানের শুভেচ্ছাবার্তা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘বাংলা চিরদিনই ঐক্যবদ্ধভাবে বিপদের মোকাবিলা করেছে। রমজানের মাসে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মহামারীর মোকাবিলা করব।’ সূত্র : নিউজ উইক, রয়টার্স, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ