বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের টেকনাফে নুরুল আলম নামে একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) স্যাম্পল টেস্ট রিপোর্টে ‘পজেটিভ’ আসা টেকনাফের তৃতীয় করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত রোগী। তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার বাসিন্দা
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়–য়া বলেন¬- গতকাল ৭২ জনের নমুনা পরিক্ষায় টেকনাফের একজনের পজেটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিকেল ৩ টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম সরকারি এ্যাম্বুলেন্সসহ তার বাড়ির উদ্দ্যেশে রওয়ানা দিয়েছে।
এব্যাপারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান- আমাদের স্বাস্থ্য টিম করোনা রোগীর যাতায়াত রিপোর্ট নেওয়া, বাড়ি লকডাউন করা, পরিবারের সদস্যদের কোয়ারান্টাইনে রাখা, তাকে চিকিৎসার জন্য আইসোলেশনে নিয়ে আসা সহ প্রয়োজনীয় জরুরি সব উদ্যোগ নেবেন।
উল্লেখ্য, এনিয়ে টেকনাফে দুইজনের করোনা সনাক্ত হয়েছে। গত ১৯ এপ্রিল টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার ঢাকা কাওরান বাজার ফেরত আম ব্যবসায়ী মোঃ হোছনের করোনা পজেটিভ আসে। এরপর ২৩ এপ্রিল হোয়াইক্যং ইউনিয়নের হারাঙ্গাঘোনা এলাকার ইদ্রিস নামে এক ব্যক্তির করোনা পজেটিভ আসে। তারা বর্তমানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোশলনে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।